ভারতীয় সিনেমার কিংবদন্তি ধর্মেন্দ্র আর নেই — ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস

ভারতীয় চলচ্চিত্রের আইকন ধর্মেন্দ্র আর নেই। দীর্ঘদিন শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করে ৮৯ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। শনিবার দুপুরে তার শেষকৃত্য শুরু হয়েছে মুম্বাইয়ের পাওনহান্স ক্রিমেশন সেন্টারে। সেখানে উপস্থিত আছেন স্ত্রী হেমা মালিনী ও মেয়ে ঈশা দিওল।

গণমাধ্যমের খবরে বলা হয়, উচ্চ নিরাপত্তার মধ্যেই অভিনেতার বাড়ি থেকে একটি অ্যাম্বুলেন্স বেরিয়ে যেতে দেখা গেছে। বলিউড পরিচালক করণ জোহর একে “এক যুগের অবসান” বলে উল্লেখ করে শোক প্রকাশ করেছেন।

দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে বিদায়

নভেম্বরের শুরুতে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগে হাসপাতালে ভর্তি হন ধর্মেন্দ্র। এ সময় বলিউডের বহু তারকা হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন। কিছুটা সুস্থতা ফেরায় পরে তাকে বাসায় নিয়ে যাওয়া হয় এবং ঘরোয়া চিকিৎসা চালু থাকে।

এর মধ্যেই ১২ নভেম্বর তার আগের দিন কিছু ভুয়া সংবাদমাধ্যম মৃত্যুর গুজব ছড়িয়ে দেয়। এতে ক্ষুব্ধ পরিবার গণমাধ্যমকে অনুরোধ জানায়—গোপনীয়তা রক্ষা করতে এবং মিথ্যা খবর না ছড়াতে।

নভেম্বরের ওই সময় কয়েকজন বিশিষ্ট ব্যক্তিও ভুল তথ্যের ভিত্তিতে শোকবার্তা পোস্ট করেছিলেন, পরে পরিবার পরিষ্কার করলে সেগুলো সরিয়ে ফেলেন।

ভারতীয় সিনেমার জনপ্রিয় ‘হী-ম্যান’ নামেই পরিচিত ধর্মেন্দ্রর মৃত্যুতে বলিউডজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *