ব্রিটিশ অভিনেত্রী প্রুনেলা স্কেলস (৯৩) মারা গেছেন

কিংবদন্তি ব্রিটিশ অভিনেত্রী প্রুনেলা স্কেলস আর নেই। গত ২৭ অক্টোবর, সোমবার, ৯৩ বছর বয়সে লন্ডনে নিজ বাসভবনে তিনি শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন। সত্তর দশকের জনপ্রিয় ব্রিটিশ সিটকম ‘ফওল্টি টাওয়ার্স’ (Fawlty Towers)-এ জন ক্লীজ-এর চরিত্র বাসিলের স্ত্রী সিবিল ফল্টি-র চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন।

মার্কিন ম্যাগাজিন ভ্যারাইটি-তে ২৮ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর জানানো হয়।

জীবনের শেষ দিনগুলি

অভিনেত্রীর দুই ছেলে, স্যামুয়েল ও জোসেফ, পিএ মিডিয়াকে জানান যে, তাদের মায়ের শেষ দিনগুলো ছিল “খুবই আরামদায়ক, তৃপ্ত ও ভালোবাসায় ঘেরা”। মৃত্যুর শেষ দিকে যারা প্রুনেলার যত্ন নিয়েছিলেন, পরিবার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

প্রুনেলা স্কেলস ২০১৩ সালে ভাস্কুলার ডিমেনশিয়া-তে আক্রান্ত হন। যদিও এই রোগের কারণে প্রায় ৭০ বছরের দীর্ঘ অভিনয় জীবন থেকে অবসর নিতে বাধ্য হন, তবে শেষ পর্যন্ত তিনি বাড়িতেই ছিলেন। তার ছেলেরা জানান, মৃত্যুর আগের দিনও তিনি তার অভিনীত জনপ্রিয় সিরিজ ‘ফওল্টি টাওয়ার্স’ দেখছিলেন।

অভিনয় জীবন ও অন্যান্য কাজ

  • বিখ্যাত চরিত্র: প্রুনেলা স্কেলস ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত বিবিসি টু-তে প্রচারিত ‘ফওল্টি টাওয়ার্স’ সিরিজে সিবিল ফল্টি চরিত্রে অভিনয় করেন।
  • বাফটা মনোনয়ন: তিনি ১৯৯১ সালে অ্যালান বেনেটের ‘অ্যা কোয়েশ্চেন অব অ্যাট্রিবিউশন’-এ রানী দ্বিতীয় এলিজাবেথ-এর চরিত্রে অভিনয়ের জন্য বাফটা (BAFTA) মনোনয়ন লাভ করেছিলেন।
  • ডকুমেন্টারি: ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি তার প্রয়াত স্বামী টিমোথি ওয়েস্ট-এর সঙ্গে ‘গ্রেট ক্যানাল জার্নিস’ তথ্যচিত্রের সহ-আয়োজক ছিলেন। এই অনুষ্ঠানে তারা ব্রিটেনসহ বিভিন্ন দেশের জলপথ নিয়ে গবেষণা করতেন।
  • প্রথম সাফল্য: ১৯৫১ সালে ব্রিস্টল ওল্ড ভিক-এ সহকারী মঞ্চ ব্যবস্থাপক হিসেবে তার কর্মজীবন শুরু হয়। তবে ১৯৬৩ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত রিচার্ড ব্রায়ার্সের সঙ্গে সিটকম ‘ম্যারেজ লাইনস’-এ অভিনয় করে তিনি প্রথম বড় সাফল্য পান।
  • অন্যান্য চলচ্চিত্র: তার অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ১৯৮৫-৮৬ সালের ধারাবাহিক ‘ম্যাপ অ্যান্ড লুসিয়া’ এবং চলচ্চিত্র যেমন— ‘দ্য লোনলি প্যাশন অব জুডিথ হার্ন’ (১৯৮৭), ‘হাওয়ার্ডস ইন্ড’ (১৯৯২), ‘উলফ’ (১৯৯৪) ও ‘অ্যান আওফুলি বিগ অ্যাডভেঞ্চার’ (১৯৯৫)।

পারিবারিক জীবন

প্রুনেলা স্কেলস তার মৃত্যুর সময় দুই ছেলে, এক সৎ-মেয়ে এবং নাতি-নাতনিসহ অন্যান্য স্বজন রেখে গেছেন। গত বছরের নভেম্বরেই তার স্বামী, অভিনেতা টিমোথি ওয়েস্ট মারা যান।

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *