April 25, 2024, 5:16 pm

ব্রাজিলের তরুণরা নেচে-গেয়ে টিকা নিচ্ছে

  • Last update: Sunday, August 15, 2021

তরুণদের টিকা গ্রহণে উৎসাহী করতে জমকালো ভ্যাকসিনেশন ফেস্টিভ্যালের আয়োজন করেছে ব্রাজিল। গতকাল শনিবার (১৪ আগস্ট) থেকে দেশটির জনবহুল সাও পাওলো শহরে শুরু হয় ৩৪ ঘণ্টার এই ব্যতিক্রমী টিকা উৎসব। সেখানে নাচ-গান আর ভ্যাকসিনে মেতেছেন ব্রাজিলিয়ান তরুণরা।

মূলত, ১৮ থেকে ২১ বছর বয়সীদের টিকার আওতায় আনতেই সাও পাওলো কর্তৃপক্ষের ব্যতিক্রমী এ উদ্যোগ। ভ্যাকসিনেশন সেন্টারে নাচ-গানের মাধ্যমে বিনোদন দেয়া হচ্ছে আগত তরুণদের। অনেককে নামতেও হয়নি গাড়ি থেকে, গাড়িতে বসিয়েই ব্রাজিলিয়ান তরুণদের টিকা দিচ্ছেন সে দেশের স্বাস্থ্যকর্মীরা।

ব্যতিক্রমী এই আয়োজন নিয়ে অত্যন্ত উচ্ছসিত ব্রাজিল কর্তৃপক্ষ, তাদের প্রত্যাশা যেভাবে সাড়া পাওয়া যাচ্ছে তাতে এই ৩৪ ঘণ্টা সময়ের মধ্যে কমপক্ষে ৬ লাখ তরুণকে টিকাদানের আশাবাদ প্রশাসনের। এখন পর্যন্ত সাওপাওলোর ৯০ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিককে টিকার আওতায় আনার দাবি ব্রাজিল কর্তৃপক্ষের।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC