বেলুচিস্তানে জোড়া বোমা হামলায় নিহত ২২

পাকিস্তানের বেলুচিস্তানে জোড়া বোমা হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) প্রদেশটির পিশিন এলাকায় এক স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের বাইরে এই হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

নির্বাচনের একদিন আগে এই জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটলো। এতে আহত হয়েছেন অর্ধশত মানুষ। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী অফিস লক্ষ্য করে হামলা চালানো হয়।

কর্তৃপক্ষ জানায়, স্বতন্ত্র প্রার্থী আসফান্দ ইয়ার খান কাক্কারের কার্যালয়ের বাইরে এই হামলা হয়। দুটি আসনে লড়ছেন এই প্রার্থী। তবে হামলার সময় সেখানে উপস্থিত ছিলেন না তিনি। হতাহতদের বেশিরভাগই কাক্কারের অনুসারী নেতাকর্মী।

বিস্ফোরণের পরপরই সেখানে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সতর্কতা জারি করা হয় পুরো এলাকায়। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, এর সাথে জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জড়িত থাকতে পারে।

Facebook Comments Box
Share: