বেনাপোলে হেরোইন সহ ভারতীয় পাসপোর্ট যাত্রী আটক

মো. রাসেল ইসলাম : ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর হেরোইন সহ সঞ্জয় বিশ্বাস নামে এক ভারতীয় পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

শুক্রবার (২৯ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্তের বড় আঁচড়া গাতিপাড়া মোড় থেকে তাকে আটক করা হয়।

আটকৃত আসামী সঞ্জয় বিশ্বাস ভারতের উত্তর পিরোজপুর এলাকার কার্তিক বিশ্বাসের ছেলে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, হেরোইনের একটি বড় চালান নিয়ে ভারতীয় এক পাসপোর্ট যাত্রী দেশে প্রবেশ করবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪৫ গ্রাম হেরোইনসহ সঞ্জয় বিশ্বাস নামে একজনকে গ্রেফতার করা হয়।

এসময় তার সাথে থাকা অপর এক আসামী ৩শ ২২ পুরিয়া হেরোইনের একটু প্যাকেট ফেলে পালিয়ে যায়। সর্বমোট হেরোইনের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৯৬ হাজার টাকা। এ বিষয়ে আইনানুগ কর্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Share: