মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোলে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পোর্ট থানা পুলিশ।
রবিবার বেলা ১ টার সময় বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খানের নেতৃত্বে এসআই রোকনুজ্জামান,এএসআই মাসুদ পারভেজ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ভবারবেড় গ্রামের মৃদুল মিয়ার বাড়ি থেকে ১০০ পিস ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করা হয় এবং তার স্বীকারোক্তি অনুযায়ী বিশাল হোসেন (২৬) নামে আর একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, ওই ইয়াবার প্রকৃত মালিক একাধিক মাদক মামলার আসামি ভবারবেড় গ্রামের সোহেল হোসেন। সোহেল ও তার স্ত্রী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। কিছু দিন আগেও সোহেলের স্ত্রী ইয়াবা সহ গ্রেপ্তার হয় পুলিশের কাছে।
আটককৃত মৃদুল বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের মিন্টু মিয়ার ছেলে ও একই গ্রামের আজিজ মিযার ছেলে বিশাল হোসেন। তারা উভয়ে জানায় পুলিশ যে ইয়াবা উদ্ধার করেছে ওই ইয়াবার চালানটি সোহেলের।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে ভবারবেড় গ্রামের মৃদুল মিয়ার বাড়ি অভিযান চালিয়ে ইয়াবা সহ ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। সোহেলের নামে বেনাপোল পোর্ট থানায় কয়েকটি মাদক মামলাও রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা সহ আটক দুইজন ও পলাতক সোহেল সহ তিন জনের নামে মাদক মামলা হয়েছে।