বেনাপোলের পথ এখন আরও নিরাপদ—সৃজনশিখা এনেছে জেব্রা ক্রসিং

বেনাপোল প্রতিনিধি: রাতে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সৃজনশিখা সংগঠনের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের নিরাপদ রাস্তা পারাপারের সুবিধার্থে একটি জেব্রা ক্রসিং নির্মাণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সৃজনশিখার প্রধান উপদেষ্টা জনাব মোস্তাফিজ্জোহা সেলিমের নির্দেশনায় এবং সংগঠনের সভাপতি নাজমুল হুসাইন জয়-এর উদ্যোগে ও নেতৃত্বে এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী সত্যজিৎ দা (সত্য দা), যাকে ছাড়া এই কর্মসূচি সম্পন্ন করা সম্ভব হতো না বলে আয়োজকরা জানান। এছাড়াও উপস্থিত ছিলেন বেনাপোলের বিশিষ্ট সমাজসেবক মহাসিন হৃদয়, সৃজনশিখার প্রচার সম্পাদক জুনায়েদ আহমেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক শিশীর, এবং সংগঠনের কর্মী আল আমিন।
সৃজনশিখার সভাপতি নাজমুল হুসাইন জয় বলেন,
“আমাদের প্রধান উপদেষ্টা জনাব মোস্তাফিজ্জোহা সেলিম স্দিকনির্দেশনা ও অনুপ্রেরণাতেই এই উদ্যোগ সম্ভব হয়েছে।

শিক্ষার্থীদের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার। এই জেব্রা ক্রসিং নির্মাণের মাধ্যমে আমাদের কার্যক্রমের প্রথম ধাপ সম্পন্ন হলো। ভবিষ্যতেও আমরা শিক্ষার্থী ও সমাজের কল্যাণে আরও বড় উদ্যোগ নিতে চাই।

Facebook Comments Box
Share: