সঞ্জিত কুমার শীল, আবুধাবীঃ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীর মোছাফ্ফাহ এলাকায় বিএনপির উদ্যোগে দলীয় চেয়ারপার্সন, তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে চট্টগ্রামের সিংহপুরুষ, সাবেক স্থায়ী কমিটির সদস্য ও বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ১০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষেও দোয়া করা হয়।
গতকাল ২৮ নভেম্বর মোছাফ্ফাহ সানাইয়া-৬ নম্বর এলাকার একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এই দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক মোরশেদ আলম। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ কামাল। ক্বারি আজিমুল্লাহ পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিলের কার্যক্রম শুরু করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মুছা আল মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন আবুধাবী বানিয়াছ বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোছাফ্ফাহ বিএনপির অন্যতম সদস্য আব্দুল কাইয়ুম, সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহেদ হাসান, মহিলা সম্পাদিকা আমেনা বেগম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আলমগীর, দেলোয়ার হোসেন, মোঃ মাহবুব, মোঃ জাফর, মোঃ আলম, মোহাম্মদ ফারুক, শওকত আলীসহ আরও অনেকে।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়।
