মেলান্দহে বৃদ্ধা বাবা মাকে ভরণ-পোষণ না দেয়ার মামলায় গ্রেপ্তার এক ছেলেকে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে মেলান্দহ থানা থেকে জামালপুর আদালতে নেয়া হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। এর আগে বুধবার দিবাগত রাতে তাকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের চর রুহিলী এলাকা থেকে গ্রেপ্তার করে মেলান্দহ থানা পুলিশ। অভিযুক্ত মোঃ হাবিব সেক (২৫) ওই এলাকার মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে।
মামলার অভিযোগে বলা হয়েছে, মো. তোফাজ্জল (৫০) ও তার স্ত্রী মোছাঃ হাজেরা বেগম (৪৮) তাদের ভরণ-পোষণের খরচ দেয় না ছেলে হাবিব এর ফলে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন তারা। এ নিয়ে ছেলেকে বলতে গেলে তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে বাবাকে মারধর করে।
ভুক্তভোগী বাবা তোফাজ্জল বলেন, আমার ছেলে আমার জায়গা জমি ও অর্থ সম্পদ ভোগ করে আসলেও আমাদের কোনো প্রকার ভরণ পোষণ করে না ও চিকিৎসা খরচ দেয় না এবং আমাদের কোনো খোঁজ খবরও রাখে না। বর্তমানে বৃদ্ধ বয়সে আমি ও আমার স্ত্রী খুবই কষ্টে জীবনযাপন করিতেছি। বুধবার রাতে ছেলেকে ভরণ পোষণের খরচ দেয়ার বিষয়ে বললে সে আমার ও আমার স্ত্রীর কোনো প্রকারের ভরণ পোষণ করবে না বলে জানায়। এবং বাড়ি হতে বাহির করিয়া দেয়ার হুমকি দেয়। এক পর্যায়ে আমার প্রতি উত্তেজিত হয়ে ঘরের টিনের বেড়া ভাঙচুর করে। এ সময় বাধা প্রদান করলে আমাকে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। পরে আমার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে আমাকে রক্ষা করে। পরে স্থানীয় চিকিৎসক দ্বারা চিকিৎসা গ্রহণ করে। থানায় মামলা দায়ের করি।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজু আহাম্মাদ বলেন, বৃদ্ধ মা-বাবার এই ঘটনা শোনার সাথে সাথে তাদের ছেলের বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা নেয়া হয়। পিতামাতাকে ভরণপোষণ না দিলে তাদের ছাড় দেয়ার কোনো সুযোগ নেই। ছেলেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন এ ধরনের অভিযোগ থানায় আসা মাত্রই থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।