বুধবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ

আগামীকাল বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বুধবার বিকেল ৩টায় সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে এ সংবাদ সম্মেলন করবেন তিনি। 

মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক কর্মসূচিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, তিনি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগামী নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন। কিন্তু কোন আসন থেকে লড়বেন, কোনো জোটে বা দলে যোগ দেবেন কিনা সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণাই তিনি দেননি। আসিফ মাহমুদ বুধবার এ বিষয়ে কথা বলতে পারেন বলে উপদেষ্টার দপ্তর সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *