বিগ টিকিটে ব্র্যান্ড নিউ বিলাসবহুল গাড়ি জিতলেন বাংলাদেশি প্রবাসী

দীর্ঘদিন ভাগ্য পরীক্ষা করার পর অবশেষে ৪৩ বছর বয়সী বাংলাদেশি নরসুন্দর সুমন চন্দ্র স্রীকেতুকি চন্দ আল আইনে বসবাস করে আসছেন, আর এবার তিনি জিতে নিয়েছেন একেবারে নতুন নিসান প্যাট্রোল, বিগ টিকিট সিরিজ ২৮০-এর লাইভ ড্রতে।

দশকেরও বেশি সময় ধরে নিয়মিত অংশগ্রহণকারী সুমন নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, “আমি বহু বছর ধরে চেষ্টা করে যাচ্ছি। বিশ্বাস করি ভাগ্যই আমাকে এই গাড়ি এনে দিয়েছে। আমি কখনও আশা হারাইনি — সবসময় ভেবেছি, হয়তো একদিন আমারও পালা আসবে।”

গত ২২ বছর ধরে আল আইনে কাজ করছেন সুমন। সাধারণত সহকর্মীদের সঙ্গে মিলে দলগতভাবে লটারি টিকিট কিনলেও এবার তিনি একাই নিজের নামে ১৫০ দিরহামের ‘ড্রিম কার’ টিকিটটি কিনেছিলেন।

তিনি বলেন, “অনেক সময় বন্ধুদের সঙ্গে মিলে টিকিট কিনি, কিন্তু এবার ভেবেছিলাম একাই চেষ্টা করি — আর সত্যিই ভাগ্য সহায় হয়েছে!”

বিজয়ের মুহূর্ত স্মরণ করে সুমন বলেন, “বিগ টিকিট দলের ফোনটা পাওয়ার পর আমি ভীষণ খুশি হয়েছিলাম, আনন্দে যেন বিশ্বাসই করতে পারছিলাম না যে এটা সত্যি আমার সঙ্গে ঘটছে। এখনও ভাবছি, গাড়িটা রাখব নাকি নগদ অর্থে নেব।”

Facebook Comments Box
Share: