March 28, 2024, 10:15 pm

বিএনপির সময় দেশে প্রতিদিন ১৮ ঘন্টা বিদ্যুৎ ছিল না: আমু

  • Last update: Monday, June 5, 2023

বিএনপির সময় দেশে প্রতিদিন ১৮ ঘণ্টা বিদ্যুৎ ছিল না বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

রোববার (০৪ জুন) বেলা ১১টার দিকে আমির হোসেন আমুর ইস্কাটনের বাসভবনে ১৪ দলের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

এসময় বাজেটে কলম খাতা, পত্রিকার কাগজের দাম বাড়ানো হয়েছে। যা কমানো উচিত বলে জানিয়েছে ১৪ দল।

আমির হোসেন আমু বলেন, সামনের দিনে রাজনৈতিক সব কৌশল মোকাবিলায় রাজপথে থাকবে আওয়ামী লীগ। সব দলকে নির্বাচনমুখী করাও এই বৈঠকের অন্যতম উদ্দেশ্য বলে জানান তিনি।

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে উল্লেখ করে ১৪ দলের সমন্বয়ক বলেন, অবাধ নির্বাচন হবে সেখানে কারো হস্তক্ষেপ কামনা করি না।

বৈঠকে আমির হোসেন আমু মার্কিন ভিসা নীতিকে ‘অনাকাঙ্ক্ষিত’ আখ্যা দেন।

আসন্ন নির্বাচন নিয়ে বিরোধী দলগুলো বহুমুখী আন্দোলনে ১৪ দলের ভূমিকা নিয়েও আলোচনা হয়।

এসময় উপস্থিত ছিলেন— রাশেদ খান মেনন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মাহবুবুর রহমান হানিফ, মৃনাল কান্তি দাস, কমরেড দিলীপ বড়ুয়া, মজিবুল বশর মাইজভান্ডারি প্রমুখ।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC