বাসুদেব বিশ্বাস, বান্দরবান: মহান বিজয় দিবস উপলক্ষ্যে বান্দরবানে চারু,কারু ও স্থানীয়দের উৎপাদিত বিভিন্ন শিল্প পণ্যের আয়োজনে শুরু হয়েছে বিজয় মেলা। সোমবার (১৫ডিসেম্বর) বিকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের প্রাঙ্গনে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তালেব,পুলিশ সুপার আবদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলা প্রশাসনসহ বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, মহান বিজয় দিবস উপলক্ষ্যে তিন দিনব্যাপী প্রায় অর্ধ শতাধিক স্টল নিয়ে বান্দরবানের চারু, কারু ও স্থানীয় উৎপাদিত বিভিন্ন শিল্প পণ্যের পসরা সাজিয়ে উদ্যোক্তারা এবারের বিজয় মেলায় অংশগ্রহণ করছে, আর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এবারের বিজয় মেলার সমাপ্তি ঘটবে ১৭ই ডিসেম্বর ।
বান্দরবানে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় মেলা
Facebook Comments Box
