বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো বান্দরবানেও উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। শনিবার (১ নভেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে দিনটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে জেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গঠন সম্ভব। দেশের সার্বিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায় সমিতিগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা আরও বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সমবায়ই হতে পারে কার্যকর মাধ্যম। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দারিদ্র্যমুক্ত ও আদর্শ সমাজ গঠনে সমবায় একটি বাস্তবধর্মী পথ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামাই লুসাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. হাসান, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, পরিষদের সদস্য খুরশিদা ইসহাক এবং জেলা সমবায় কর্মকর্তা ফাতেমা বেগম।

এ ছাড়াও অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সমবায় নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সফল সমবায় সদস্যদের মধ্যে ৫ জনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। পাশাপাশি জেলার ৫টি সমবায় সমিতিকে আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে মোট ১১ লাখ ৫০ হাজার টাকার ঘূর্ণায়মান তহবিলের চেক বিতরণ করা হয়।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *