বাসুদেব বিশ্বাস,বান্দরবান : বড়দিনে আমরা একে অপরের প্রতি সহমর্মিতা প্রদর্শন করী এবং শান্তিপ্রতিষ্ঠায় সবাই সক্রিয় হই।আমাদের ছোট ছোট সাহায্যের হাত অনেকের জীবনে বড় পরিবর্তন আনতে পারবে।বড়দিনের উৎসবে আমরা যখন একত্রিত হই তখন ধর্ম জাতির উর্ধ্বে আমরা একে অপরকে শ্রদ্ধা করি।বড়দিন আমাদের মনে করিয়ে দেয় মানবতার বন্ধন সবচেয়ে শক্তিশালী বন্ধন।যদি আমরা এটা মনে ধারণ করতে পারি তাহলে সমাজ আরো সুন্দর হবে শান্তির হবে। বুধবার(২৪ ডিসেম্বর) রাত ৯ টায় জেলা সদরের ফাতেমা রানী গির্জায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বান্দরবান সেনা জোনের পক্ষ হতে শুভেচ্ছা উপহার প্রদান পরবর্তী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বান্দরবান সেনা জোনের জোন উপ-অধিনায়ক,মেজর নাফিউ সিদ্দিকী রোমান। এসময় শিশুদের সাথে কেক কেটে ও আকাশে ফানুস উড়িয়ে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন মেজর নাফিউ সিদ্দিকী রোমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জোনাল স্টাফ অফিসার মেজর এ এস এম মাইদুল ইসলাম, পিপিএম,এ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট এস এম সাব্বির আযম,ফাতিমা রানী গির্জার প্রধান পুরোহিত, ফাদার সুধীর দাস,সিএসসি সহ জেলার খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যাক্তিবর্গ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এসময় বিগত সময়ের মতো আগামীতেও সেনাবাহিনী সবসময় সকল সম্প্রদায়ের জনসাধারণের উৎসব উদযাপনে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে বলে জানানো হয় সেনা জোনের পক্ষ হতে।
বান্দরবানে বড়দিন উপলক্ষে সেনা জোনের শুভেচ্ছা বিনিময়
Facebook Comments Box
