বাসুদেব বিশ্বাস,বান্দরবান: বান্দরবানে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে “সুশাসন প্রতিষ্ঠায় এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আঞ্চলিক তথ্য অফিসের (পিআইডি) উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) চট্টগ্রামের উপ-প্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে, চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের (পিআইডি) সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী, জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন, মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ ঘোষ, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, দুর্নীতি প্র্রতিরোধ কমিটির জেলা সভাপতি অং চ মংসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা। বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পাঠক প্রকাশিত সংবাদ মনোযোগ দিয়ে পড়ে ও শোনে, তাই সংবাদ হতে হবে বস্তুনিষ্ঠ ও সত্য। সুশাসন নিশ্চিত করতে ও গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তারা। বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে গুজব দ্রুত ছড়িয়ে পড়ে তাই সাংবাদিকদের আরও তথ্যনির্ভরভাবে সংবাদ পরিবেশন করতে হবে, যাতে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে। পাশাপাশি গুজব সনাক্তকরণ ও প্রতিরোধে সাংবাদিক ও প্রশাসনের ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করা হয়।
