বাসুদেব বিশ্বাস,বান্দরবান : আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষ্যে প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি বান্দরবানে অনুষ্ঠিত হলো মিনি ম্যারাথন প্রতিযোগিতা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বান্দরবান সদরের রাজার মাঠে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মিনি ম্যারাথন প্রতিযোগীতার উদ্বোধন করেন। বান্দরবান সদরের রাজার মাঠ থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিযোগীরা পাহাড়ের উঁচু-নিচু, আঁকা-বাকা পাহাড়ি পথ ধরে দীর্ঘ ৫কিলোমিটার পথ অতিক্রম শেষে মেঘলা এলাকার পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে মিনি ম্যারাথনের শেষ করে। এবারের প্রতিযোগিতায় নারী প্রতিযোগীর পাশাপাশি ৪৫বছরের উর্ধ ও ৪৫বছরের নিচে সর্বমোট ১৫০জন প্রতিযোগী অংশ নেয় যাদের মধ্যে ৩০জন নারী প্রতিযোগী। এমন আয়োজনে খুশি দর্শক ও স্থানীয় বাসিন্দারা। এদিকে প্রতিযোগীতা শেষে সকাল ১০টায় পার্বত্য জেলা পরিষদের প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই প্রতিযোগীতায় অংশ নেয়া প্রতিযোগীদের মধ্যে বিজয়ী ১৫জন প্রতিযোগীকে পুরস্কার ও মেডেল প্রদান করেন।এসময় পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহা: আবুল মনসুর, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আবুল কালাম, নাছির উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার মো.রেজাউল করিমসহ জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।
