বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বান্দরবানের দুর্গম থানচি উপজেলার জারুলছড়ি পাড়ায় বসবাসরত অগ্নিদগ্ধ দুই শিশুর পাশে দাঁড়ালো সেনাবাহিনী। সুত্রে জানা যায়, বান্দরবান জেলার থানচি উপজেলা অন্তর্গত জারুল ছড়ি পাড়া বসবাসরত মো সম্প্রদায়ের দুই শিশু অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়।
এদিকে এমন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর বিষয়টি নজরে আসে সেনাবাহিনীর ৬৯ পদাতিক বিগ্রেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান এরপর তিনি বিষয়টিকে গুরুত্ব সহকারে অনুধাবন করেন এবং দুর্গম থানচি উপজেলা থেকে আহত দুই অগ্নিদগ্ধ শিশুকে দ্রুত চিকিৎসা দেওয়ায় জন্য ৬৯ পদ্যতিক বিগ্রেড এর জিএস টু মেজর পারভেজ রহমানকে নির্দেশ প্রদান করেন। পরে ৬৯ পদাতিক বিগ্রেড এর জিএস টু মেজর পারভেজ রহমান বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও থানচি উপজেলার বাসিন্দা খামলাই পাল্লা এর পরামর্শে দুই দগ্ধ শিশুকে ৬৯ পদাতিক ব্রিগেডের আর্থিক সহায়তায় অ্যাম্বুলেন্স যোগে বান্দরবান সদরের ৭. ফিল্ড অ্যাম্বুলেন্স (এমডিএস) হাসপাতালে ভর্তি করে। পরে এমডিএস এর বিশেষজ্ঞ চিকিৎসরা দুই দগ্ধ শিশুকে চিকিৎসা সহায়তা প্রদান শুরু করে এবং তাদের হাসপাতালে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষনে রাখে। অগ্নিদগ্ধরা হলো থানচি উপজেলার জারুল ছড়ি পাড়ায় বাসিন্দা পারাউ ম্রো এর সন্ধান পাওত্তি ম্রো (৫) ও মেনওয়াই ম্রো এর সন্তান তর্ম ম্রো (৫ মাস)। এদিকে দগ্ধ শিশুদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং চিকিৎসা কার্যক্রম পরিদর্শনের জন্য ৭ফিল্ড অ্যাম্বুলেন্স বান্দরবানের অধিনায়ক মোহামাদ সরফরাজ হায়দার এবং ৬৯ পদাতিক বিগ্রেড এর জিএস টু মেজর পারভেজ রহমান। হাসপাতালে পরিদর্শন করে অগ্নিদগ্ধ শিশুদের চিকিৎসা এবং প্রয়োজনে উন্নত চিকিৎসা নিশ্চিত করা হবে বলে জানান। এদিকে সেনাবাহিনীর এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
