April 20, 2024, 5:36 pm
সর্বশেষ:
আমিরাতে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের খবর নিতে পরিদর্শনে মিশন কর্মকর্তারা রামপালে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বাংলাদেশ-ইউএই কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে সম্পর্ক আরও বৈচিত্র্যময় করার আহ্বান গোয়েন্দা পুলিশের অভিযানে ১৩ জুয়াড়িকে আটক মিয়ানমার থেকে আরও ১৩ বিজিবি সদস্য বাংলাদেশে বান্দরবানের রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি: ১৭ নারীসহ ৫২ জন রিমান্ডে মোরেলগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত আলফাডাঙ্গায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৪ উদযাপন শার্শায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান প্রার্থী কালামের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত

বানিয়াচং সনাতনী সেবা সংঘের বস্ত্র বিতরন

  • Last update: Tuesday, October 12, 2021

শাহ সুমন,বানিয়াচং, প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে সনাতনী সেবা সংঘের উদ্যোগে দুস্থঃদের মধ্যে বস্ত্র বিতরন করা হয়েছে।

দূর্গোৎসব ২০২১ উপলক্ষ্যে দূর্গাপূজার মহা সপ্তমীর দিন এই বস্ত্র বিতরন করা হয়।১২ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪টায় দত্তপাড়া দূর্গামন্ডপ ও সন্ধ্যা ৬ টায় হাজারাপাড়া দূর্গা মন্ডপে বস্ত্র বিতরন অনষ্টিত হয়েছে। দত্তপাড়া দূর্গা মন্ডপে মোহন লাল সরকারের সভাপতিত্বে ও রিপন চন্দ্র দাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বস্ত্র বিতরন করেন বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,প্রধান শিক্ষক অপূর্ব চন্দ চন্দ।

এ সময় উপস্থিত ছিলেন দত্তপাড়ার সর্দার ব্রজলাল সরকার, নারদ, সরকার, পরেশ সরকার,নরেশ সরকার,অধীর সরকার রুক্কিনী সরকার। সনাতনী সেবা সংঘের উদ্যোগে সৃজনী যুব সংঘের হাজরাপাড়া দূর্গাপূজার মন্ডপে বস্ত্র বিতরন অনুষ্টানে সভাপতিত্ব করেন নারায়ন দত্ত,রিপন চন্দ্র দাশের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার, সাবেক ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,এডভোকেট মোঃ আবু জাহির এমপি‘র ব্যাক্তিগত সহকারী সুদীপ দাস,হিন্দু কমিউনিটির নেতা বাপ্পী দাশ,ছাত্র ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলার আহবায়ক কৌশিক আচাযর্য পায়েল,সদস্য সচিব শিমুল পাল,বানিয়াচং শাখার সভাপতি পার্থ সারথী দেব,সাধারন সম্পাদক পাপন গোপ প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন রাজ কুমার সূত্রধর মোহন চক্রবর্তী জীবন,রাজ কুমার গোপ,তারেশ গোপ,সজল কান্তি গোপ,দীপু চন্দ্র
গোপ,গোপেশ দেব,তাপস হোম,চয়ন দাশ, সৃজনী যুব সংঘেরসভাপতি ইন্দ্রজিৎ গোপ, সাধারন সম্পাদক জগৎজোতি গোপ জুয়েল, বানিয়াচং সনাতনী সেবা সংঘের সদস্য পাপ্পু দেব,সুভাষ বৈদ্য,শংকু দাশ,রন সরকার,মিঠু দাশ,সন্তোষ দত্ত,নয়ন দেব রনি,ঝুমুর দেব, সুমন গোপ,টিটন গোপ,রতু গোপ,সঞ্জীব গোপ,শেখর গোপ,দূর্জয় দাশ স্মরণ, নবকুমার দাশ,সুমন কুমার হোম,বাসুদেব দাশ,সুপ্রজিৎ গোপ,লিটন গোপ,রিংকু গোপ,বিষ্ণু গোপ প্রমূখ।

এছাড়াও বানিয়াচং আদমখানী দেশমূখ্য পাড়ায় দূর্গাপূজার মন্ডপে বানিয়াচং সনাতনী সেবা সংঘের উদ্যোগে বস্ত্র বিতরন করা হয়েছে।একই দিনে তিনটি স্থানে শতাধিক দুস্থঃদের মধ্যে সংগঠনের পক্ষ থেকে বস্ত্র বিতরন করা হয়।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC