বানিয়াচং প্রেসক্লাবে দোয়া মাহফিল

শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধি:-বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়ার মাতা এবং সহসভাপতি আব্দুল হক মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল করেছে বানিয়াচং প্রেসক্লাবের সাংবাদিকরা।

রোববার (৪ ফেব্রুয়ারী)সাংবাদিকদের উদ্যোগে বাদ আছর প্রেসক্লাব মিলনায়তনে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের উপদেষ্টা আঙ্গুর মিয়া,মোশাররফ হোসেন,আক্কাছ আলী খান,প্রধান শিক্ষক জাকির হোসেন মহসিন,শিক্ষক জাহেদুর রহমান,সাবরেজিষ্টার মসজিদের ইমাম হাফেজ আঃ রহমান,প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সহসভাপতি আব্দুল হক মামুন,সহসভাপতি মোঃ আশিকুল ইসলাম,সাধারণ সম্পাদক খলিলুর রহমান,সাংবাদিক আকিকুর রহমান রুমন,শেখ নুরুল ইসলাম,আতাউর রহমান মিলন,আক্তার হোসেন আলহাদী, আলমগীর রেজা,বদরুল লস্কর, আল আমিন খান, এনায়েত হোসেন, শাহ সুমন , ফজলে এলাহী যাদু,সাব্বির চৌধুরী সোহাগ,সুজন মিয়া,দেলোয়ার হোসেন, এসকে রাজ প্রমূখ।

দোয়া মাহফিলের পূর্বে মরহুম এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিকরা। এসময় বক্তারা বৃদ্ধ পিতা মাতাকে সেবা করার জন্য সমাজের প্রতিটি মানুষের প্রতি আহবান জানান।

উল্লেখ্য-গত বুধবার দুপুরে প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়ার মাতা আয়মনা খান নিজ বাড়িতে ইন্তেকাল করেন এবং বৃহস্প্রতিবার রাতে সাংবাদিক আব্দুল হক মামুনের পিতা আব্দু ছামাদ মিয়া ইন্তেকাল করেন।

Facebook Comments Box
Share: