শাহ সুমন, বানিয়াচং থেকে: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় হাইব্রিড সমলয় চাষাবাদের আওতায় ‘রাইস ট্রান্সপ্লান্টার’এর মাধ্যমে বোরো ধানের চারা রোপণের কর্মসূচির শুভ উদ্বোধন করেন, হবিগঞ্জ-২ (বানিয়াচং ও আজমিরীগঞ্জের) নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট মোঃ ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, এমপি । উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান’র সভাপতিত্বে ও মূল প্রবন্ধ উপস্থাপক কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুর বারোটায় উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান’র সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হকের মূল প্রবন্ধ উপস্থাপনায় ৩নং ইউনিয়নের পাড়াগাঁও মাইজের বনে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবি/২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড জাতের বোরো ধানের সমলয় চাষাবাদে ৫০ একরের ব্লক প্রদর্শনীতে ‘রাইস ট্রান্সপ্লান্টার’এর মাধ্যমে ধান রোপণের শুভ উদ্বোধন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-২ (বানিয়াচং ও আজমিরীগঞ্জের) নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট মোঃ ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, এমপি,
এমপি বক্তব্যে বলেনঃ- প্রধানমন্ত্রীর নির্দেশ এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। সেই লক্ষ্যে কৃষি উৎপাদন বাড়াতে উপজেলা পরিষদ সর্বাধিক সহযোগিতা করা হচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, এডভোকেট মোঃ আসাদুজ্জামান খান তুহিন, প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশাহেদ মিয়া, মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ জীবন আহমেদ লিটন, খোকন মিয়া, আক্তার হোসেন আল হাদী, প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক বলেন, রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে অল্প সময়ে চারা রোপণ করা সম্ভব।এত করে কৃষকদের সময় ও শ্রম সাশ্রয় হবে। কৃষি উৎপাদন ও বৃদ্ধি পাবে।
কৃষি সূত্রে জানা কৃষি সূত্রে জানা যায়, সরকার ৭০% ভর্তুকি মূল্যে তিনটি রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র ৩,৯,১১ ইউনিয়নের কৃষকদের মাঝে বিতরণ করা হয়।