শাহ সুমন, বানিয়াচং: ‘নারীর সম- অধিকার,সম-সুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে র্র্যালি ও আলোচনা সভা
সোমবার (১১ মার্চ) সকাল সাড়ে দশটায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানিয়াচং ও আজমিরীগঞ্জের এমপি এডভোকেট মোঃ ময়েজ উদ্দিন শরীফ রুয়েল,
বক্তব্যে বলেন ঃ- নারীরা তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সেই বিষয়টা নিশ্চিত করতে হবে।নারীরা এই দেশের অর্থনীতিক চাকাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নারীদের অধিকার নিশ্চিতের মধ্য দিয়ে তাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) অফিসার মোঃ সাইফুল ইসলাম, বানিয়াচং থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, চেয়ারম্যান, ইকবাল হোসেন, মাসুদ কুরাইশী মক্কী, ফরিদ আহমেদ, এরশাদ আলী প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়া, হাবিবুর রহমান চৌধুরী, নুরুল ইসলাম, প্রমূখ।