শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধি :হবিগঞ্জের বানিয়াচংয়ে ভ্রাম্যমাণ আদালতে ৫ মাদকসেবি কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও প্রত্যেককে ১ শ টাকা করে জরিমানা করে আদায় করা হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারী) রাত ৮টায় বানিয়াচং উপজেলার পাড়াগাও পুড়িহাটির মো: আশরাফ আলীর বাড়ী থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন, জাহাঙ্গীর হোসেন (৪৫) পিতা আ: করিম,গ্রাম: নুরপুর, উপজেলা :শায়েস্তাগঞ্জ কে ৫ দিনের কারাবাস ও ১ শ টাকা জরিমানা, আয়ূব আলী(৫৩) পিতা:খলিলুর রহমান, গ্রাম:দোয়াখানী, উপজেলা :বানিয়াচং কে ২ দিনের কারাবাস ও ১ শ টাকা জরিমানা, শাহিনুর আলম (৪৩),পিতা: নানু মিয়া, গ্রাম:জলসুখা,উপজেলা : আজমিরীগঞ্জ, কে ৭ দিনের কারাবাস ও ১ শ টাকা জরিমানা, মো: আশরাফ আলী (৫৫), পিতা:শাদত আলী,গ্রাম:ঠাকুরাইন দিঘীর পাড়,উপজেলা : বানিয়াচং কে ৩ দিনের কারাবাস ও ১ শ টাকা জরিমানা ও আজিজুল হোসেন খান ( ৩৬), পিতা:আশরাফ উদ্দিন খান, গ্রাম:সাগর দিঘীর পাড়,উপজেলা :বানিয়াচং কে ৬ দিনের কারাবাস ও ১ শ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম