শাহ সুমন, বানিয়াচং থেকে: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) সকাল ১১টায়
উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট মোঃ ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী,ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, বানিয়াচং থানার (ওসি তদন্ত) মোঃ আবু হানিফ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শামীমা আক্তার, প্রশাসনিক কর্মকর্তা, মোঃ মহিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা , উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কবিরুল ইসলাম, কাজী মুফতি মুহাম্মদ আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দারুজ্জামান খান, শামসুল হক,মোঃ মিজানুর রহমান খান, মোঃ আহাদ মিয়া, মোঃ আরফান উদ্দিন, মোঃ মাসুদ কোরাইশী মক্কী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়, আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ ফুল মিয়া, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশাহেদ মিয়া, প্রমূখ।
সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, সন্ত্রাস ও জঙ্গিবাদ, বাল্য বিবাহ, যৌতুক, ইভ টিজিং, ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।