বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা শেখ মোসলেম উদ্দিনের পরিবারকে চাঁদা না দেওয়ায় হত্যা ও বাড়িতে আগুন দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে মোবাইল ফোনে একই এলাকার বিএনপি কর্মী খোদা মোহাম্মদের কাছ থেকে এ হুমকি আসে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কোড়ামাড়া গ্রামের বাসিন্দা শেখ মোসলেম উদ্দিন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ–ঘনিষ্ঠ রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তাঁর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই। তাঁর চার ছেলে-মেয়ে সরকারি চাকরিতে কর্মরত। এর আগেও তাঁর বাড়িতে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে।
বীর মুক্তিযোদ্ধা শেখ মোসলেম উদ্দিন অভিযোগ করে বলেন, “বিগত সরকারের সময় আমি আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও কখনো কারো ক্ষতি করিনি। আমার চার ছেলে-মেয়ে নিজেদের যোগ্যতায় সরকারি চাকরি পেয়েছে। সরকার পতনের পর থেকে এলাকায় একটি সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী চক্র আমাকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে রাজি না হওয়ায় আমাকে ও আমার সন্তানদের নামে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এসব মামলার কয়েকটি ইতোমধ্যে মিথ্যা প্রমাণিত হওয়ায় আমরা নিষ্কৃতি পেয়েছি।”
তিনি আরও জানান, ঈর্ষান্বিত হয়ে স্থানীয় মাদক ব্যবসায়ী কেরামত আলী (পিতা: হেকমত আলী, গ্রাম: ডিংসাইপাড়া, থানা: বাগেরহাট সদর) এবং আরেক মাদক ব্যবসায়ী তাইজুল ইসলাম (পিতা: আক্কেল আলী, গ্রাম: যাত্রাপুর, থানা: বাগেরহাট সদর) বিভিন্ন লোকের মাধ্যমে নিয়মিত হুমকি দিয়ে আসছে।
বীর মুক্তিযোদ্ধার ছোট ছেলে শেখ তোফায়েল আহম্মেদ, যিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ)–এ কর্মরত, জানান—শুক্রবার সকাল ১১টার দিকে একটি রবি নম্বর থেকে ফোন করে তাঁকে অশ্লীল ভাষায় ভয়ভীতি ও হত্যার হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
