বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে শাহিনুর বেগম (৪২) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। এ সময় উভয় পক্ষের ৮ জন আহত হয়। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শাহিনুরকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয় পক্ষের আহত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বিকেল ৫টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামে মারপিটে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত শাহিনুর বেগম গুয়াতলা গ্রামের জাকির তালুকদারের স্ত্রী।
মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামসুদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মারপিটে এক নারী নিহত হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার শাহারিয়া ফাত্তাহ জানান, শাহিনুরকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।