বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া পশ্চিমপাড়ার এক কাঁঠাল গাছ থেকে আম্বিয়া বেগম (৬২) নামের ষাটোর্ধ্ব এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম।
দুই সন্তানের জননী নিহত আম্বিয়া বেগম ফকিরহাট সদর ইউনিয়নের জাড়িয়া পশ্চিমপাড়া এলাকার আ. লতিফ মোড়লের স্ত্রী।
ওসি মো. আশরাফুল আলম জানান, বৃহস্পতিবার সকালে জাড়িয়া পশ্চিমপাড়া এলাকার এক বাগানে কাঁঠাল গাছের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ওই নারীকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত রিপোর্ট আসলে সঠিক মৃত্যুর কারণ জানা যাবে। সকল আইনি প্রক্রিয়া শেষে মরদেহ মৃতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।