বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র বর্তমান কমিটির মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়েছে। গতকাল (১০ নভেম্বর) আমিরাতের সাতটি প্রদেশে অবস্থানরত সংগঠনের সম্পাদক ও সদস্যরা অনলাইনে, বার্ষিক সাধারণ সভায় মিলিত হয়ে এ সিদ্ধান্ত গ্রহন করেন। সভায় অন্য কয়েকটি এজেন্ডার সাথে সবচেয়ে বেশি গুরুত্ব পায় বর্তমান কমিটির মেয়াদ ও নতুন কমিটি নবায়ন। এ বিষয়ের উপর প্রত্যেক সম্পাদক ও সদস্যদের ব্যক্তিগত মতামত গ্রহণ করা হয়। ব্যক্তিগত মতামতে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস রোধে আমিরাত সরকারের জিরো টলারেন্স নীতির কথা ওঠে আসে। বিশেষ করে আবুধাবি – দুবাই রোডে যানবাহন ও জনচলাচল স্বাভাবিক না হওয়া, গণ জমায়েত নিষিদ্ধ, স্বাস্থ্যবিধি মেনে চলা, বর্তমানে আবারো করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়া সহ নানা বিষয় ওঠে আসে। এসব বিষয়ে নিবিড়ভাবে আলোচনা, পর্যালোচনা করে এবং আমিরাতের আইনকানুন মেনে (নিয়মানুযায়ী গত ৭ নভেম্বর ২০২০ মেয়াদ শেষ হওয়া) বর্তমান কমিটির মেয়াদ আরো এক বছর বাড়ানোর সিদ্ধান্তে উপনীত হন সংগঠনের সকল সম্পাদক ও সদস্যরা। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০২১ সালের ৭ নভেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে। এসময় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জনসাধারণকে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও পেশাদার নতুন সদস্য সংগ্রহ সহ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলমের পরিচালনায় ও সংগঠনের সভাপতি মুহাম্মদ সিরাজুল হকের সভাপতিত্বে সভায় অংশ নেন সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ মামুনুর রশিদ, যুগ্ম সম্পাদক মুহাম্মদ কামরুল হাসান জনি, সহ সম্পাদক সনজিত কুমার শীল, সহ সম্পাদক মুহাম্মদ মুদাস্সের শাহ্, সহ সম্পাদক মুহাম্মদ আবদুল আলিম সাইফুল, অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ আল শাহীন, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সরোয়ার উদ্দিন রনি, সহ অর্থ সম্পাদক মুহাম্মদ জিয়াউল হক জুমন, প্রচার সম্পাদক মুহাম্মদ শাহজাহান, সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ ইসতিয়াক আসিফ সহ গুরুত্বপূর্ণ সম্পাদক ও সদস্য বৃন্দরা।
উল্লেখ্য গত বছরের ৮ নভেম্বর সরাসরি নির্বাচনের মাধ্যমে বর্তমান কমিটি গঠন করা হয়।