আজিজুর রহমান দুলাল: আজ ১৬ নভেম্বর ২০২৫, বাংলাদেশ কেমিষ্টস এন্ড ড্রাগিষ্ট সমিতি (বিসিডিএস) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ফরিদপুর অম্বিকা হলে আয়োজিত নব নির্বাচিত উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
আলফাডাঙ্গা উপজেলা বিসিডিএস এর সভপতি হাফেজ মো: হারুনুর রশীদ এর পবিত্র কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুয়াহঠানের সভাপতিত্ব করেন বিসিডিএস জেলা শাখার সভাপতি জনাব নাজমুল হোসেন লোচন। প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহ সভাপতি জনাব বেনজীর আহমেদ তাবরীজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সভাপতি জনাব সাহিদুর রহমান মানিক ও জনাব মোস্তফা জামান জুয়েল।
অন্যান্য আলোচকদের মধ্যে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিসিডিএস এর সভাপতি জনাব গোলাম কিবরিয়া, বোয়ালমারী উপজেলা বিসিডিএস এর সভাপতি জনাব মাজেদ আলী, আলফাডাঙ্গা উপজেলা বিসিডিএস এর সিনিয়র সহ সভাপতি জনাব মো: আনোয়ার হোসেন ও সভাপতি জনাব মো: হারুনুর রশীদ প্রমূখ।
সভায় বক্তাগণ সরকারী নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রয়ের উপর গুরুত্ব দেন। ড্রাগ লাইসেন্স ব্যতীত কোন ফার্মেসী পরিচালনা করা যাবে না, রেজিষ্টার্ড ডাক্তারের লিখিত ছাড়া এন্টিবায়োটিক ক্রয়_বিক্রয় সম্পূর্ন অবৈধ। নকল ও ভেজাল ঔষধ বিক্রয়, স্যাম্পল বিক্রয় ও মুদি দোকান সমূহে ঔষধ বিক্রয় না করার জন্য বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়।
