বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ে ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ইউএই সেন্ট্রাল ব্যাংকের ফাইন্যান্সিয়াল লিটারেসি বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক একটি প্রশিক্ষণ সেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রোগ্রামটি পরিচালনা করেন কমার্শিয়াল কাউন্সেলর আশীষ কুমার সরকার।

প্রশিক্ষণে ওয়ালস্ট্রিট এক্সচেঞ্জের রিটেইলস হেড সুলতান মাহমুদ বলেন, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে ৭৭ শতাংশ মানুষ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট সেবা ব্যবহার করলেও অন্তত ২৭ শতাংশ ব্যবহারকারী প্রতারণা বা স্ক্যামের শিকার হন। সাম্প্রতিক পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, ১৫ হাজার ৬০০টি সাইবার প্রতারণার ঘটনায় প্রায় ১৪০ মিলিয়ন দিরহাম উদ্ধার করা সম্ভব হয়েছে। নিরাপদ আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রিপেইড কার্ডের ব্যবহার একটি কার্যকর সমাধান হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন ওয়ালস্ট্রিট এক্সচেঞ্জের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নবিউল আলম। ভোক্তা সুরক্ষা, ই-ক্রাইম প্রতিরোধ এবং ফাইন্যান্সিয়াল লিটারেসির গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন। তিনি অংশগ্রহণকারীদের ‘সানাদাক’ প্ল্যাটফর্মের মাধ্যমে কীভাবে ইউএই সেন্ট্রাল ব্যাংক থেকে সহায়তা নেওয়া যায় তা তুলে ধরেন। সেশনে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণকে অত্যন্ত তথ্যবহুল ও কার্যকর বলে মূল্যায়ন করেন।

কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামান বলেন, প্রবাসী বাংলাদেশিদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ফাইন্যান্সিয়াল লিটারেসি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতারণা, সাইবার ক্রাইম ও আর্থিক ঝুঁকি থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি ইউএই সেন্ট্রাল ব্যাংক ও ওয়ালস্ট্রিট এক্সচেঞ্জকে এমন উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে দূতালয়ের প্রধান, কাউন্সেলর, কূটনীতিকসহ কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Share: