বাংলাদেশের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি: পিটার হাস

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি বলে মন্তব্য করেছেন। তারপরও দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার পক্ষে তিনি।

রবিবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাতে এসে তিনি এ কথা বলেন। পরে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

পিটার হাস বলেন, জলবায়ু পরিবর্তনসহ পরিবেশ ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র।

নির্বাচন নিয়ে কী কথা হয়েছে জানতে চাইলে পরিবেশমন্ত্রী বলেন, ‘নির্বাচন নিয়ে নির্ধারিতভাবে কিছু হয়নি। শুধু একটা স্টেটমেন্ট, উনি যেটা বলেছেন যে আমরা মনে করি বাংলাদেশের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি। তারপরও আমরা চাই আমাদের সম্পর্ক যেন এগিয়ে যায়।’

তার বক্তব্যটি আপনি প্রত্যাখ্যান করেন কি না— এ প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের অবস্থান তাদের জানিয়েছি। সো উই ক্যান এগ্রি টু ডিজএগ্রি। সেটা অনেক সময় হতে পারে, অনেক বিষয়ে। তবে সেটা এমন কিছু না যা আমাদের ভবিষ্যৎ সম্পর্ক কোনোভাবে বাধাগ্রস্ত করবে বা কোনোভাবে এটাকে দুর্বল করবে।’

Facebook Comments Box
Share: