March 29, 2024, 1:37 am

বাংলাদেশসহ ৯টি দেশকে করোনার হটস্পট চিহ্নিত করলো আমিরাত

  • Last update: Friday, June 11, 2021

আব্দুল্লাহ আল শাহীন, ইউএইঃ সংযুক্ত আরব আমিরাত ৯টি দেশকে করোনার হটস্পট হিসেবে চিহ্নিত করেছে। চিহ্নিত করার পাশাপাশি ফ্লাইট বন্ধ রেখেছে।

শুক্রবার (১১জুন) দেশটির কর্তৃপক্ষের তথ্যমতে ৯টি দেশের তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। বাংলাদেশ ছাড়া বাকি ৮টি দেশ হলো যথাক্রমে, ভিয়েতনাম, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া, ডিআর কঙ্গো এবং উগান্ডা।

এদিকে গত ২৪ এপ্রিল থেকে ভারত, ৫ মে থেকে দক্ষিণ আফ্রিকা, ১২ মে থেকে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্গা এবং ১১ জুন শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বন্ধ রয়েছে। নতুন করে আজ থেকে জাম্বিয়া, ডিআর কঙ্গো ও উগান্ডার সঙ্গে ফ্লাইট যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে।

তবে উল্লেখিত ৯ টি দেশ থেকে ট্রানজিট ও কার্গো ফ্লাইটগুলি চলবে। সংযুক্ত আরব আমিরাতের নাগরিক, কূটনৈতিক মিশনেরা অনুমতি সাপেক্ষে দেশটিতে প্রবেশ করতে পারবেন।

এদিকে সংযুক্ত আরব আমিরাত ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ভিয়েতনামের যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC