April 24, 2024, 6:39 pm

বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে বিএনপি যাবে নাঃ মির্জা আব্বাস

  • Last update: Saturday, October 2, 2021

বর্তমান সরকারের অধীনে যে কোনও ধরনের নির্বাচন কমিশন গঠন হোক- বিএনপি তাতে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন দলটির নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘এই সরকারের অধীনে যে কোনও নির্বাচন কমিশন হোক, নির্বাচনে যাবো না।’

শনিবার (২ অক্টোবর) রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘২০০১ সালের ১ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বশেষ নিরপেক্ষ নির্বাচন’ শীর্ষক আলোচনাসভায় মির্জা আব্বাস এসব কথা বলেন।

বক্তব্যে বিএনপির মহাসচিবকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানিয়ে আব্বাস বলেন, ‘অ্যাটেম্পট (উদ্যোগ) নেন; কারও পারমিশন নেবো না, মিটিং করবো সোহরাওয়ার্দী উদ্যানে। প্রেসক্লাবে জায়গা দেবেন না, ফুটপাতে জায়গা দেবেন না। বলা হয়, পাঁচশ’র বেশি যেন লোক না আসে। বিএনপির লাখ লাখ নেতাকর্মী; আমরা পারমিশন ছাড়াই সমাবেশ করবো।’

সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেন, ‘দেশের মানুষের মুখে এখন- ‘এই আওয়ামী লীগ গেলো, বিএনপি ক্ষমতায় এলো’ এই অবস্থা। মারি-মরি, যেভাবেই হোক, শত্রুকে নিপাত না করলে স্বাধীনতা থাকবে না। এই দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে না।’

সভায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ অনেকে অংশগ্রহণ করেন।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC