প্রবাসীদের জন্য নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে। যেসব প্রবাসীর বিএমইটি (BMET) রেজিস্ট্রেশন কার্ড রয়েছে, তারা মোট তিনটি মোবাইল ফোন ট্যাক্স ছাড়া দেশে আনতে পারবেন।
বৈধভাবে মোবাইল ফোন আমদানির শুল্ক কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ড (NBR), বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসি-এর বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হয় ১ ডিসেম্বর, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ( ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ) ফয়েজ আহমদ তৈয়্যবের সচিবালয়ের অফিস কক্ষে। এই সিদ্ধান্ত ৩ ডিসেম্বর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রবাসীরা দেশে ছুটি কাটানোর সময় ৬০ দিন পর্যন্ত স্মার্টফোন রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন। ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে। যেসব প্রবাসীর বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড আছে, তারা মোট তিনটি ফোন ফ্রিতে আনতে পারবেন। অর্থাৎ ব্যক্তিগত ব্যবহারের ফোনের পাশাপাশি আরও দুটি ফোন আনতে পারবেন কোনো শুল্ক ছাড়াই। চতুর্থ ফোনের জন্য ট্যাক্স প্রযোজ্য।
যাদের বিএমইটি কার্ড নেই, তারা ব্যক্তিগত ব্যবহারের ফোনের সঙ্গে একটি অতিরিক্ত ফোন ফ্রিতে আনতে পারবেন। তবে মোবাইল ক্রয়ের বৈধ কাগজপত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক, কারণ মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিমানবন্দরে চোরাচালানিরা সাধারণ প্রবাসীদের জড়িয়ে শুল্কহীনভাবে স্বর্ণ, দামি মোবাইল ফোন ইত্যাদি পাচারে লিপ্ত থাকে। ক্রয়ের কাগজ সঙ্গে রাখলে এই ধরনের চোরাচালান প্রতিরোধ করা সম্ভব।
