সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের নানা দাবি ও অভিযোগ শুনে সমাধানের অঙ্গিকার করলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) শারজায় সিলেটের সর্বস্তরের প্রবাসীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ অঙ্গিকার করেন। মন্ত্রী বলেন, ‘আরব আমিরাতে আসার পর থেকে প্রবাসীরা নানা অভিযোগ ও দাবি তুলে জানিয়েছেন। বিশেষ করে রাষ্ট্রীয় খরচে মৃত প্রবাসীর লাশ দেশে প্রেরণ, বিমানবন্দরে হয়রানি, দেশে বিনিয়োগে নিরাপত্তাসহ নানা অনিয়ম ও দাবি আমি শুনেছি। আপনাদের বলতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে মিশন নিয়ে কাজ করছেন তা বাস্তবায়নের মধ্য দিয়ে প্রবাসীদের সকল সমস্যার সমাধান হবে৷ আমি দেশে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আপনাদের দাবি-দাওয়া নিয়ে আলাপ করবো।’
শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘বিমানবন্দরে হয়রানি আগের চেয়ে অনেকাংশে কমেছে৷ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটি টিম ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিমানবন্দরে সব সময় কাজ করছে৷ তাদের মাধ্যমে দ্রুত কিভাবে বিমানবন্দরের অভিযোগ সমাধান করা যায় তা নিয়ে কাজ করবো৷’
আরব আমিরাত থেকে শতভাগ রেমিট্যান্স বৈধ পথে পাঠানোরও আহ্বান জানান তিনি৷
মাহতাবুর রহমান রহমান সিআইপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, আলহাজ্ব আব্দুল করিম, বদরুল ইসলাম চৌধুরী সিআইপি, মোহাম্মদ সালেহ আহমদ, আশিক মিয়া সিআইপি, আজাদ লালন, হাবিবুর রহমান চুন্নু, কাচা উদ্দিন কাচা, আবুল আজাদ, হাজি শফিকুল ইসলামসহ অনেকে।
উল্লেখ্য, ১২-১৪ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্মেন্ট সামিটে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে শুক্রবার আমিরাতে আসেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। আজ ১৫ ফেব্রুয়ারি বিকেলে দেশে ফেরার কথা রয়েছে। ছয়দিনের এই সফরে প্রতিমন্ত্রী দুবাইয়ের এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠান, আবুধাবিতে শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল মিলনায়তনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় এবং রাস-আল-খাইমাহ বাংলাদেশ স্কুল পরিদর্শন করেন৷