প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: সৌদি থেকে ২ জনকে গ্রেফতার করে আনা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ই-মেইল পাঠানোর অভিযোগে সৌদি আরব থেকে ২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারের পর তাদেরকে বাংলাদেশে পাঠানো হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

রোববার (৪ ফেব্রুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃত দুজন হল– দীন ইসলাম বাদল ও কবির হোসেন।

উল্লেখ্য, গত বছরের ১৭ এপ্রিল বিকেলে প্রধানমন্ত্রীকে হুমকি দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া পাবলিক রিলেশন সেন্টারের ইমেইলে একটি মেইল পাঠানো হয়। যেখানে লেখা ছিল, আগামী ২৭ এপ্রিল ভোর ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুলি করে হত্যা করা হবে। একইসাথে পুলিশের এই হামলা ঠেকানোর সাধ্য নেই বলেও উল্লেখ করা হয় ওই ইমেইলে।

Facebook Comments Box
Share: