April 25, 2024, 1:21 pm

প্রকাশিত সংবাদের প্রতিবাদ তারেক মুন্সির

  • Last update: Tuesday, September 7, 2021

গত ৩১ শে আগস্ট মঙ্গলবার দৈনিক নবচেতনা পত্রিকার ২য় পাতায়, ও বাংলা এক্সপ্রেক্স অনলাইন পত্রিকায় “মালিকানা জমি দখল করে মাদ্রাসা নির্মানের অভিযোগ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

উক্ত সংবাদ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ইব্রাহিমদি গ্রামের মৃত লাল মিয়া মুন্সির পুত্র তারেক মুন্সি(৩৮)। তিনি তার লিখিত বক্ত্যবে জানান, দলিল মুলে ক্রয় করা হাক্কানী মাদ্রাসার নামে যে পরিমান সম্পত্তি রয়েছে, তাহা বর্তমানে ওয়াকফ এর সম্পত্তি। তাছাড়া দীর্ঘ দিন ধরে পরিচালিত হাক্কানি মাদ্রসার জমি নিয়ে ফরিদপুরের সদর সহকারী জজ আদালতে মামলা (মামলা নং ১১৪/১৭) চলমান অবস্থায় বিজ্ঞ আদালত কর্তৃক কোন আদেশ জারি হয়নি। থানায় অভিযোগের সুত্র ধরে যে মারামারির সংবাদ প্রচারিত হয়েছে তাহা উদ্দেশ্যপ্রণোদিত।

থানা পুলিশ তদন্ত সাপেক্ষে অভিযোগের বিষয়ে সত্যতা না পেয়ে পরবর্তিতে তা শালিসের মাধ্যমে মিমাংসিত হয়েছে। এ ছাড়া কাউকে হুমকি ধামকি দেওয়ার কথা অস্বীকার করে জানান, প্রতিপক্ষ আবু তালেব গংদের হঠাৎ করেই মাদ্রাসা প্রতিষ্ঠানের জমির বিষয়ে উৎফুল্ল হওয়ায় তাদের পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে কাগজপত্র পর্যালোচনায় বিজ্ঞ আদালতের সিন্ধান্তক্রমে সামান্য পরিমান জমি পেলেও তাহা তৎক্ষনাত বুঝিয়ে দেওয়া হবে। আবু তালেব গং ব্যাক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ইসলাম ধর্মীয় একটি মাদ্রসা প্রতিষ্ঠানের নামে সাংবাদিকদের মিথ্যা তথ্য প্রদান করে উক্ত ভূয়া ও বানোয়াট সংবাদ প্রচার করা হয়েছে বলে আমি মনে করি। তাই প্রকাশিত মিথ্যা সংবাদের তিব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

বিনীত নিবেদক
তারেক মুন্সি
ফরিদপর।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC