পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডা, চট্টগ্রামে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায় পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডার জেরে আকাশ দাশ (৩০) নামে এক মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কসাইপাড়ার একটি গলিতে এ ঘটনা ঘটে।

নিহত আকাশ দাশ রেয়াজুদ্দিন বাজারে তিনটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানের মালিক ছিলেন। স্বজনদের অভিযোগ, দোকানের সার্ভিসিংয়ের পাওনা টাকা আদায়কে কেন্দ্র করেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহতের বন্ধু ইমন জানান, রাত ১টার দিকে আকাশ তাকে ফোন করে ডেকে নেন। পরে দু’জনে কসাইপাড়ার একটি গলিতে প্রবেশ করেন। ইমন বলেন, “গলির মুখে আমাকে দাঁড় করিয়ে আকাশ ভেতরে টাকা আনতে যায়। অনেক সময় অপেক্ষার পর ভেতরে গিয়ে দেখি কয়েকজন যুবক মিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে। তাদের একজন আমার পায়ে ছুরিকাঘাত করে। এদের মধ্যে একজনের নাম জনি বলে চিনেছি।”

পরবর্তীতে স্থানীয়রা আহত আকাশকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *