রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয় এবং রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট টানা অভিযান চালিয়ে রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে বস্তির ঘিঞ্জি পরিবেশ ও ঘটনাস্থলে তীব্র পানি সংকটের কারণে আগুন নেভানোতে তাদের ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আরও জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বস্তির শতাধিক ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, কড়াইল বস্তির আগুন তিন দিক থেকে সীমিত করা গেছে, বাকি একটি দিক নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছিল। সব ঠিক থাকলে এক থেকে দুই ঘণ্টার মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে বলেও তিনি আশাবাদ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, শুরুতেই ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। সরু রাস্তা, যানজট ও মানুষের ভিড়ের কারণে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে ৩০–৩৫ মিনিট সময় লাগে। বড় গাড়িগুলো আগুনের কাছাকাছি যেতে আরও সময় নেয়। এছাড়া ঘটনাস্থলে জনসমাগমের ভিড়ে কিছু উচ্ছৃঙ্খল আচরণের কারণেও আগুন নেভানোর কাজে বাধা সৃষ্টি হয়—পাইপ কেটে ফেলা, জোড়া খুলে দেওয়া এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাক্কাধাক্কির মতো ঘটনাও ঘটে।
তীব্র পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের প্রচণ্ড বেগ পেতে হয়েছে। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে এবং বস্তির বহু ঘর পুড়ে ছাই হয়ে যায়।
