নির্বাচিত হলে ফরিদপুর-১ আসনকে দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার ড. ইলিয়াস মোল্লা

নিজস্ব প্রতিবেদক, আলফাডাঙ্গা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক ড. ইলিয়াস মোল্ল্যা বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করবেন এবং ফরিদপুর-১ আসনকে সুশাসনের একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলবেন।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের বেড়িরহাট বাজারে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ইলিয়াস মোল্ল্যা তাঁর বক্তব্যে নিজের পেশাগত জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান হিসেবে অত্যন্ত সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছি। সেই অভিজ্ঞতা ও নৈতিকতাকে কাজে লাগিয়ে আমি এই অবহেলিত জনপদের মানুষের সেবা করতে চাই। নির্বাচিত হলে ইনশাআল্লাহ ফরিদপুর-১ আসন থেকে সব ধরনের দুর্নীতি ও অনিয়ম দূর করে ইনসাফ কায়েম করব।”

পাঁচুড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর নাসির শেখের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আলফাডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এস এম রিদওয়ানুন্নবী রিদওয়ান ও সেক্রেটারি এস এম হাফিজুর রহমান। বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এলাকার সামগ্রিক উন্নয়ন, শান্তি ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার জন্য সাধারণ ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন মাওলানা মুজিবুর রহমান (সহ-সভাপতি, উলামা বিভাগ, পাঁচুড়িয়া), মাওলানা ইলিয়াস আলী (সভাপতি, খেলাফত মজলিস), মাওলানা আবু সাঈদ, মো. তরিকুল ইসলাম এবং মাওলানা হুমায়ুন কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ জনগণ।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *