নির্বাচন বাতিলের দাবিতে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা ঢাকার নিম্নআদালতে কালো পতাকা মিছিল করেছেন। আজ রোববার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের ব্যানারে ঢাকার নিম্ন আদালতে এ মিছিল করেন তারা।
মিছিলটি প্রথমে ঢাকা আইনজীবী সমিতির সামনের গেট থেকে বের করা হয়। এরপরে মিছিলটি ঢাকা মহানগর দায়রা জজ আদালত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় বক্তারা নির্বাচন বাতিল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবিতে বিভিন্ন বক্তব্য ও স্লোগান দেন।
এ বিষয়ে অ্যাডভোকেট হান্নান ভূইয়া বলেন, মিছিলে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সিনিয়র সহ-সভাপতি আজিজুল ইসলাম খান বাচ্চু, জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন ল’ইয়ার্স কাউন্সিলের নেতা আব্দুর রাজ্জাক, এস এম কামাল উদ্দিন, ঢাকা বারের সাবেক সম্পাদক হজরত আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা হান্নান ভূঁইয়া, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট ঢাকা বার ইউনিটের যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ তালুকদারসহ বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী।