বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হলে দেশের পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে উঠবে। সোমবার (১০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
তিনি অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়ে বলেন, “নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে। একটি মহল নির্বাচন পেছাতে নানাভাবে চক্রান্ত করছে।”
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর পাশবিকতার সাথে যারা হাত মিলিয়ে গণহত্যা চালিয়েছিল—তারা এখন নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের সঙ্গে কোনও ধরনের আপস বা সমঝোতা হবে না বলেও তিনি স্পষ্ট করেন।
