নারায়ণগঞ্জ-৫: বিএনপির নতুন মনোনীত প্রার্থীকে ঘিরে পুরনো ছবি নিয়ে তুমুল বিতর্ক

সোলায়মান হাসান: নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া মাসুদুজ্জামানকে ঘিরে সমালোচনা থামছেই না। এবার আলোচনায় যোগ হলো আরো একটি বড় নাম—সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। শাসকদলের এই প্রভাবশালী নেতার সঙ্গেও তাকে একাধিকবার দেখা গেছে বলে দাবি উঠছে।

মনোনয়ন ঘোষণার পরপরই সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবি ও ভিডিও বিশ্লেষণে দেখা যায়, মাসুদুজ্জামান শুধুই শামীম ওসমান বা সেলিম ওসমানের সান্নিধ্যে ছিলেন না। মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এবং আড়াইহাজারের প্রভাবশালী নেতা দস্তগীর গাজীর সঙ্গেও তার সুসম্পর্কের ইঙ্গিত মিলছে।

এতে সমালোচকদের প্রশ্ন আরও তীব্র:

  • এমন বহুদলের ঘনিষ্ঠ মুখকে কেন বিএনপি মনোনয়ন দিল
  • আদর্শগত অবস্থান কি আদৌ স্পষ্ট
  • ব্যবসায়িক স্বার্থেই কি রাজনৈতিক রূপ বদলের চেষ্টা
  • বিএনপি কি অদৃশ্য ক্ষমতার প্রভাবেই প্রার্থী বাছাই করেছে

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শাসকদলের প্রভাবশালী নেতাদের সঙ্গে দীর্ঘ সম্পর্ক থাকা একজন ব্যক্তি বিরোধী দল থেকে প্রার্থী হলে ভোটারদের বিভ্রান্ত হওয়ার আশঙ্কা প্রবল। প্রশ্ন উঠছে—এটা কি সত্যিকারের বিরোধিতার লড়াই, নাকি একই বলয়ের আরেক কৌশলগত পদক্ষেপ?

এলাকায় এখন সবচেয়ে বড় আলোচ্য বিষয়:
“বিএনপির ব্যানার ব্যবহার করছেন, কিন্তু ছায়া কি এখনো ওসমান পরিবার ও দস্তগীর গাজীর?”

নারায়ণগঞ্জের রাজনীতিতে ওসমান পরিবার বহুদিন ধরে আধিপত্য বিস্তার করে আসছে। সেই বলয়েরই পরিচিত মুখকে বিরোধী দলের প্রার্থী বানানো—এটা কি তাহলে স্বার্থের চক্রই বাঁচানোর প্রয়াস?

বক্তব্য চাইলে মাসুদুজ্জামানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে বাস্তবতা স্পষ্ট—নারায়ণগঞ্জ-৫ আসনে এই বিতর্ক এখন ভোটের মাঠে বড় প্রভাব ফেলতে পারে।

ভোটারদের মুখে প্রশ্ন একটাই: এটা কি সত্যিকারের পরিবর্তন, নাকি পুরনো শক্তির নতুন খেলা?

Facebook Comments Box
Share: