আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা নওয়াপাড়া হাইস্কুলের শিক্ষার মান উন্নত ও গতিশীলতা বৃদ্ধির লক্ষে নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে ।
শনিবার (৯ মার্চ) বিকাল ৪ টায় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্কুলের সভাপতি সারমিন ইয়াসমিনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত এ ভবনের উদ্বোধন করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্টার ও ফরিদপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সহধর্মীনি বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাক্তার মির্জা নাহিদা হোসেন বন্যা।
এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ শ্রমিক লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, আলফাডাঙ্গা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ সিরাজুল ইসলাম,নওয়াপাড়া হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার,আলফাডাঙ্গা পৌর সভার ৪ নম্বর ওয়াডের কমিশনার মো আজিজার রহমান নওয়াপাড়া হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান,
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষকমণ্ডলী, ছাত্রছাত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।