আজিজুর রহমান দুলাল : “ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল”—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াত ও বিসমিল্লাহির রাহমানির রাহিম পাঠের মাধ্যমে শুরু হয়। দিনব্যাপী এ আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ অর্জনের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত নূর মৌসুমী। তিনি তাঁর বক্তব্যে বলেন,“শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ক্রীড়াচর্চা সুস্থ দেহ ও মন গঠনে সহায়ক ভূমিকা পালন করে।”
তিনি নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি। সভাপতির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন উত্তম কুমার কুন্ডু। অনুষ্ঠান সঞ্চালনা ও ধারাভাষ্যে ছিলেন মনিকা রানী দাস ও মশিউর রহমান।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক।
পুরস্কার বিতরণী পর্বে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য আজিজুর রহমান দুলাল, সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ শেখ ফাতেমা অনন্যা, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, শীতকালীন খেলাধুলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতা–২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা উপঅঞ্চল (ঢাকা) ব্যাডমিন্টন প্রতিযোগিতায় (ছাত্র-দ্বৈত) নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সফল ও সুশৃঙ্খল আয়োজনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ ও অভিনন্দন জানান অতিথিবৃন্দ।
