দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৫৭ জন। তাদের মধ্যে ৫৩ জনই ঢাকার। এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত করোনায় পাঁচজনের মৃত্যু হলো।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) করোনা সন্দেহে ৯৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ১০।
দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৪৭ হাজার ১০৮ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৪০৮ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৯ হাজার ৪৮২ জন মারা গেছেন।
Drop your comments: