দেশের সব সংস্কার আইনের মাধ্যমেই হয়েছে : আইন উপদেষ্টা

বাংলাদেশে সব ধরনের পরিবর্তন ও সংস্কার আইনের মাধ্যমেই বাস্তবায়িত হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর আদালতে ই-পারিবারিক আদালত কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।

আইন উপদেষ্টা জানান, এখন থেকে পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে আদালতে হাজির হওয়ার প্রয়োজন নেই। লিগ্যাল এইডের মাধ্যমে অনলাইনে বিনামূল্যে সেবা গ্রহণ করা যাবে। এই প্রক্রিয়ায় একজনের পরিবর্তে তিনজন বিচারক যুক্ত থাকবেন বলে জানান তিনি।

তিনি বলেন, “সংস্কারের চিন্তা আরও বাস্তবভিত্তিক হওয়া প্রয়োজন। আমরা অনেক কিছুই করতে পারিনি। আশা করি নতুন সরকার এ ধরনের উদ্যোগগুলো ধরে রাখবে, নইলে এগুলো ম্লান হয়ে যাবে।”

অতিরিক্ত সংস্কার করতে গিয়ে যেন রাষ্ট্রের কাঠামো দুর্বল না হয়, সে কথাও সতর্ক করে দেন আসিফ নজরুল। তার মতে, যেকোনো সংস্কারই ধাপে ধাপে বাস্তবায়ন করতে হয়।

আইন মন্ত্রণালয়ের সংস্কারের প্রসঙ্গে তিনি জানান, এখন পর্যন্ত ২১টি ক্ষেত্রে সংস্কার করা হয়েছে। তবে আইনজীবীসহ সংশ্লিষ্টদের সক্রিয় অংশগ্রহণ এবং ধারাবাহিকতা বজায় রাখার ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ই-পারিবারিক আদালত চালুর মাধ্যমে দেশে পেপারলেস সিস্টেম আরও বিস্তৃত হবে। নতুন এ উদ্যোগ গ্রহণ করায় তিনি আইনজীবীদের ধন্যবাদ জানান।

বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ডিজিটাল এই প্রক্রিয়া আইন পেশাজীবীদের দ্রুত ও কার্যকর সেবা দিতে সহায়তা করবে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বলেন, ই-পারিবারিক আদালত বিচার ব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে পেপারলেস সিস্টেমের দিকে এগিয়ে নিয়ে যাবে।

ই-পারিবারিক আদালত চালু হলে মামলার দীর্ঘসূত্রিতা, অতিরিক্ত ব্যয়, দূরত্বজনিত জটিলতা, কাগজের নথি ব্যবস্থাপনা এবং ভীড়-অপেক্ষার মতো সমস্যা কমে আসবে বলে আয়োজকরা জানান। পাশাপাশি দ্রুত অনলাইন প্রক্রিয়া, কম খরচ, ঘরে বসে সেবা গ্রহণ, ডিজিটাল নথি ব্যবহারের সুবিধা এবং সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা রেজিস্ট্রেশন ও অনলাইন শিডিউলিং সুবিধাও পাওয়া যাবে।

ঢাকা মহানগর আদালতের জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিচার বিভাগ, আইনজীবী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *