March 28, 2024, 10:01 pm

দুবাই পুলিশ আড়াই মিনিটে ঘটনাস্থলে পৌঁছে

  • Last update: Saturday, July 24, 2021

বাংলা এক্সপ্রেস ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের পুলিশ ইমার্জেন্সি কল রিসিভ করার সাথে সাথেই মাত্র ২.৩৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে যায়। চৌকস এ দুবাই পুলিশ বিগত তিন মাসে হটলাইনে (৯৯৯) ১.১৭ মিলিয়ন কল রিসিভ করে। তাইতো পৃথিবীর সেরা দুবাইয়ের এ পুলিশ বিভাগ।

অত্যন্ত জরুরি (এক্সট্রিম ইমার্জেন্সি) যেকোনো পরিস্থিতিতে ঘটনাস্থলে ২ মিনিট ৩৩ সেকেন্ডের মধ্যে পৌঁছানো সত্যিই বিরল ঘটনা। ইর্মাজেন্সি স্পটে পৌঁছানো যেখানে তাদের টার্গেট থাকে ৬ মিনিট, সেখানে তারা পৌঁছে যান মাত্র তিন মিনিটের আগেই। গত তিন মাসে ইমার্জেন্সি কল নম্বর ৯৯৯-এ দুবাই পুলিশ ১১ লক্ষ ৭০ হাজার কল পেয়েছে যার ৯৯.৬% উত্তর ১০ সেকেন্ডের মধ্যে তারা দিয়েছেন। নন ইমার্জেন্সি কল নং ৯০১-এ দেয়া কলের ৯৪.২% রেসপন্স করেছে পুলিশ ১০.৪৫ মিনিটে, যার টার্গেট থাকে ৩০ মিনিট।

এদিকে আবুধাবী পুলিশ শুধুমাত্র ঈদুল আজহার ছুটিতে ৩৮ হাজার কল রিসিভ করেছেন এবং খুব কম সময়ে ঘটনাস্থলে পৌঁছে গেছেন।

দুবাই ও আবুধাবি পুলিশের যানবাহন বহরে আছে অত্যাধুনিক যন্ত্রপাতি ও ডিভাইস সমৃদ্ধ বিশ্বের নামি-দামি ব্র্যান্ড আর মডেলের গাড়িসহ নানা যন্ত্রপাতি। আছে সর্বাধুনিক যোগাযোগ ব্যবস্থার ডিভাইস, মোবাইল ও ওয়্যারলেস সিস্টেম।

বিশ্বের অন্যতম সেরা পুলিশের তালিকায় দুবাই ও আবুধাবি পুলিশ রয়েছে। অপরাধ দমনে ক্ষিপ্রতা ও দক্ষতার গুণে তাই প্রায় জিরো ক্রাইমের দেশ সংযুক্ত আরব আমিরাত।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC