দুবাই এয়ারশো ২০২৫: ভারতীয় ‘তেজস’ ফাইটার জেট বিধ্বস্ত, পাইলটের মৃত্যু

দুবাই এয়ারশো ২০২৫–এর শেষ দিনে ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) তেজস ফাইটার জেট দুর্ঘটনায় বিধ্বস্ত হয়ে পাইলটের মৃত্যু হয়েছে। আকাশে প্রদর্শনী উড়ান চলাকালীন বিকেল ২টা ১০ মিনিটে বিমানটি ভারসাম্য হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই মারাত্মকভাবে আহত হন পাইলট। পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং দুবাই মিডিয়া অফিস।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং এলাকা ঘিরে ফেলে। পরিস্থিতি সামাল দিতে পুরো ভেন্যু খালি করা শুরু হয়েছে। দর্শনার্থীদের দ্রুত ও সুশৃঙ্খলভাবে স্থানত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় সশস্ত্র বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি কোর্ট অব ইনকোয়ারি গঠন করা হচ্ছে। নিহত পাইলটের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী।

দুবাই এয়ারশোতে উপস্থিত বিমান চলাচলবিষয়ক শিক্ষার্থী সাঈদ ওমর খালিজ টাইমসকে বলেন, “দুর্ঘটনার আগে ভিডিওতে দেখা যায়, বিমানটি হঠাৎ নিচের দিকে নেমে আসে। আমরা সবাই স্তব্ধ হয়ে যাই।”

উল্লেখ্য, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ভারতের তৈরি HAL Tejas, যা ভারতীয় বিমান বাহিনীর আধুনিক এক ইঞ্জিনবিশিষ্ট কমব্যাট এয়ারক্রাফট।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *