March 29, 2024, 12:58 pm

দুবাইয়ে ফিফকো ওয়ার্ল্ড কর্পোরেট কাপে বাংলাদেশ

  • Last update: Thursday, October 21, 2021

সংযুক্ত আরব আমিরাতে যখন ক্রিকেট বিশ্বকাপের উত্তাপ ছড়াচ্ছে টিক সেই মুহূর্তে ২২ অক্টোবর শুক্রবার থেকে দুবাইয়ে শুরু হচ্ছে ফিফকো ওয়ার্ল্ড কর্পোরেট চ্যাম্পিয়ন্স কাপ। ২০২১ এর চলতি আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে বানদো ডিসাইন লিমিটেডের টিম।

তৃতীয় এই ফিফকো (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কর্পোরেট ফুটবল) ওয়ার্ল্ড কর্পোরেট কাপের আয়োজনে রয়েছে দুবাই স্পোর্টস কাউন্সিল ও ট্যুরিজম। ২২ অক্টোবর দুবাই স্পোর্টস সিটিতে উদ্বোধনী ম্যাচ শুরু হয়ে ২৪ অক্টোবর বিকেল ৩টায় ফাইনাল ম্যাচ দিয়ে সমাপ্ত হবে টুর্নামেন্টের। খেলার প্রতিটি ম্যাচ ফিফকোর নিজস্ব ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

ফিফকোর বাংলাদেশের ডিরেক্ট ও অধিনায়ক মোহাম্মদ ইমরানুর রহমান জানান, ‘বিজিএমইএ কাপে বিজয়ী হয়ে বাংলাদেশি এই টিম অংশ নিচ্ছে দুবাইয়ের কর্পোরেট বিশ্বকাপে। বাংলাদেশসহ ৬০টি দেশ ফিফকোর সদস্য। ‘

লায়লা গ্রুপের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন, ‘কানাডায় অনুষ্ঠিত প্রথম কর্পোরেট বিশ্বকাপে মেক্সিকো ও ২০২১ সালে ইরান বিজয়ী হয়। এবারের আসরে বাংলাদেশ প্রথমবারের মতো অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করে।’

বানদো টিমের কর্ণধার সামিরা আলম বলেন, ‘বিশ্ব মঞ্চে নিজের টিমকে নিয়ে আসা গর্বের বিষয়। দেশ বিদেশের সমর্থকদের ভালোবাসায় লাল সবুজের জার্সি গায়ে দিয়ে আমাদের টিম ভালো ফলাফল করবে বলে আমি বিশ্বাস করি। আমাদের দেশে কর্পোরেট ফুটবল অনেক বছর থেকে চলে আসছে। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া জাতির জন্য গৌরবের। ‘

এদিকে কর্পোরেট বিশ্বকাপের আয়োজনে কমতে রাখছে না আরব আমিরাত। ইতোমধ্যে প্রচার প্রচারণা শুরু করেছে আয়োজক দেশটি।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC